বাংলাদেশ, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় শানে গাউছুল আজম মাইজভান্ডারী ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ সম্পন্ন

  প্রকাশ : ২০২০-০১-১১ ১৯:০৭:২৯  

পরিস্হিতি২৪ডটকম : অছিয়ে গাউছুল আজম কতৃক মনোনীত (চার্জ) মোন্তাজেম আলহাজ্ব শাহসুফী সৈয়দ মুনিরুল হক (রহ:) এর স্হলাভিষিক্ত জিম্মাদার আউলাদ, মোন্তাজেম সাজ্জাদানসীনে দরবারে গাউছুল আজম মাইজভান্ডারী নির্দেশিত অনুষ্টান সুচী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী ফরহাদাবাদ শাখা, পশ্চিম ফরহাদাবাদ, পশ্চিম ধলই ও নাজিরহাট শাখার ব্যবস্থাপনায় মাইজভান্ডার দরবার শরীফে অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও বাংলার জমিনে মাইজভান্ডারী তরিকার মহান প্রবর্তক ইমামুল আউলিয়া হযরত গাউছুল আজম মাইজভান্ডারী মাওলানা শাহসুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক:) এর ১১৪ তম ওরশ শরীফ মহান ১০ মাঘ ২৪ জানুয়ারি স্মরণে শানে গাউছুল আজম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ঐতিহ্যবাহী হাটহাজারী ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সহ সভাপতি মাষ্টার নিজাম মোরশেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালাউদ্দিন মাহমুদের সঞ্চালনায় ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। এতে উদ্ভোধক ছিলেন সংগঠনের কেন্দ্রিয় সচিব নাজমুল হাছান মাহমুদ শিমুল। সম্মানিত অথিতি ছিলেন ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম, কেন্দ্রিয় সহকারী সচিব লালন ওসমান, সদস্য মোস্তাফা কাইছার সুজন, মোকাররম সাদেক চৌং সুখন, মোবারক হোসেন, আলী আকবর, সাংবাদিক আতিক উল্লাহ চৌং, আব্দুল করিম, শাহেদুল আলম সহ সংগঠনের সদস্যবৃন্দ, বিচারক ছিলেন মাযহারুল উলুম সুন্নিয়া মাদ্রাসার অধ্যাপক মাওলানা হাফেজ সৈয়দ আহমদ, ফতেয়াবাদ সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা মুফতি রফিকুল ইসলাম নিজামী, মাওলানা মোহাম্মদ রাশেদুল আলম, সমিতির হাট মাদ্রাসার মাওলানা আবুল কাশেম মুহা: জহুরুল হক, মাওলানা মোহা: ওসমান গণি, জামেয়ার শিক্ষার্থী শায়ের মো. আরিফুল ইসলাম কাদেরি, শায়ের মো. আসরার তানজিম কাদেরি, শায়ের মো. এহেসান কাদেরি। উক্ত প্রতিযোগিতায় হাটহাজারী ফটিকছড়ি উপজেলাধীন ২৫ স্কুল/মাদ্রাসার ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। উল্লেখ্য যে আগামী ১৮ জানুয়ারি রোজ শনিবার বাদে আছর হতে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ময়দানে আওলাদে রসুল (সঃ) ও আওলাদে গাউছুল আজম মাইজভান্ডারীর উপস্থিতিতে শানে গাউছুল আজম মাইজভান্ডারী মাহফিল ও শানে গাউছুল আজম মাইজভান্ডারী ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা