বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আইনের শাসন নিশ্চিত করতে অর্পিত দায়িত্ব নির্মোহভাবে পালন করতে হবে : আইজিপি

  প্রকাশ : ২০১৯-০১-২৭ ১৭:৫৩:৫১  

পরিস্হিতি২৪ডটকম : রবিবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদায় পুলিশের ৩৬তম উপ-পরিদর্শকদের (এসআই) প্রশিক্ষণ সমাপনি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রকে সেবার কেন্দ্রস্থলে পরিণত করার নির্দেশ দিয়েছেন। আইনের শাসন নিশ্চিত করতে পুলিশকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মামলার যথাযথ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা, অপরাধীকে বিচারের আওতায় আনা, মামলার বাদী, ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা দেওয়াসহ অর্পিত দায়িত্ব নির্মোহভাবে পালন করতে হবে।
এর আগে তিনি প্যারেড পরিদর্শন ও সদ্য প্রশিক্ষিত এস,আইদের অভিবাদন গ্রহণ করেন।
জনগণকে আইনি সহায়তা দেয়া, তথ্যের ভিত্তিতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, নারী-শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ সেবা প্রত্যাশী জনগণের প্রতি সংবেদনশীল আচরণের নির্দেশও দেন আইজিপি।



ফেইসবুকে আমরা