বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ খুলশী-১ শাখায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  প্রকাশ : ২০১৯-০৩-২৬ ১৯:০৩:২৯  

পরিস্হিতি২৪ডটকম : ২৬ মার্চ মঙ্গলবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নগরীর খুলশীস্থ ঐতিহ্যবাহী অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সহকারী শিক্ষিকা সুমি বিশ্বাসের সঞ্চালনায় এডমিন শিহাব উদ্দিনের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী। আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের মহৎ লক্ষ্যে সমূহ জাগ্রত করা গেলে তবেই আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনায় এক গৌরবময় স্তরে উন্নীত হবে। জাতির কাছে স্বাধীনতার প্রতীক স্বরূপ সে তাৎপর্যপূর্ণ দিনটি হলো ২৬শে মার্চ। ১৯৭১ সালের এই দিনে প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সে ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সমগ্র জাতি। দীর্ঘ নয়মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। তাই ২৬শে মার্চ জাতির অহঙ্কার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চীফ কো-অর্ডিনেটর হোমাইরা সুলতানা, শামিমা ইয়াছমিন, লোকমান হাকিম, শাহিদা বেগম, রুমিন নেছা, নুরী মোস্তফা, সুপর্ণা মজুমদার, হিরালাল দাশ, চাঁদনী আকতার, রাজিয়া সুলতান, কোহিনুর আকতার, সুস্মিতা চক্রবর্তী, তাইবুন নুর প্রমুখ। অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন শিহাব উদ্দিন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা