বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ

  প্রকাশ : ২০১৯-০১-১৯ ১৯:০১:৪৩  

পরিস্হিতি২৪ডটকম : নগরীর পাহাড়তলী অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাম্পাসে কে.জি. শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল কর্তৃপ কর্তৃক কোরআন শিক্ষা ক্লাস গত ১৫ জানুয়ারি থেকে বাধ্যতামূলক করা হয়েছে। সপ্তাহে ৬ দিন কোরআন শিক্ষার নিয়মিত ক্লাস চলবে। এই উপলক্ষে বিদ্যালয় ক্যাম্পাসে ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার দুপুর ২ ঘটিকায় বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ফাউন্ডার ও অধ্যক্ষ মো. আমজাদ হোসাইন, ভাইস প্রিন্সিপাল সায়লা আজনীন, কো অর্ডিনেটর রওশন মুক্তা, ইসলাম ও কোরআন শিক্ষা কো অর্ডিনেটর কারী মাওলানা কবির। এতে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ রুবেল মোঃ আজিজুল হক, মাহমুদা আক্তার, প্রিতম বড়ুয়া, হালিমা আক্তার, তহিদা আক্তার, মোকাররাম নিরা প্রমূখ। পবিত্র কোরআন বিাতরণ উপলক্ষে বিদ্যালয়ের ফাউন্ডার ও অধ্যক্ষ মো. আমজাদ হোসাইন বলেন, ইসলাম ও কোরআন শিক্ষা কো অর্ডিনেটর কারী মাওলানা কবির এর তত্ত্বাবধায়নে কোরআন শিক্ষা ক্লাস পরিচালিত হবে। কোনো শিক্ষার্থীকে বাসায় ধর্মীয় শিক্ষক রেখে বাড়তি টাকা খরচ করতে হবে না। পবিত্র কোরআন শরীফ শিক্ষা অর্জন করা প্রত্যক মুসলমানের জন্য অন্যতম উত্তম কাজ। যে কোরআনের মধ্যে আছে রহমত ও বরকতের অফুরন্ত সম্ভার। যা দ্বারা মানুষের কল্যাণ ও সৌভাগ্য বৃদ্ধি হয়। আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন যেন তা নিয়ে গবেষণা করে বাস্তবে আমল করা হয়। এই কোরআন বিজ্ঞানেরও এক রহস্যময় ভাণ্ডার। একজন মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য এই কিতাব সর্বোত্তম বিধান দান করে। এই বিদ্যালয় থেকে প্রতিটি শিক্ষার্থীকে সারা বছর কোরআন শিক্ষা দেওয়া হবে। পরিশেষে তিনি সকলের মঙ্গল কামনা করেন।

প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা