পরিস্হিতি২৪ডটকম : সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি হুইল চেয়ার দিলেন আদমজী চৌধুরী পরিবার,বহদ্দারবাড়ি,পেশকারপাড়া,সীতাকুন্ড। তারা হাসপাতালে হুইল চেয়ারের অভাব পরিলক্ষিত হওয়ায় তিনটি হুইল চেয়ার দিয়েছেন। রোগীদের জন্য খুবই প্রয়োজন ছিল।১৪/০২/২০১৯ ইং সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃমো,আবদুল মজিদ ওসমানীর কাছে তিনটি হুইল চেয়ার স্থানান্তর করেন।
ডাঃআবদুল মজিদ ওসমানী আরো বলেন,হাসপাতালের এক্সরে মেশিনটা নষ্ট, যার কারনে সাধারন জনগনের এক্সরে বাইরে করতে হয়। তাই সমাজের বৃত্তবান শিল্পপতি ও দানবীরদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। এক্সরে মেশিন হলে অনেক রোগীর চিকিৎসা খরচ কমে আসবে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।