পরিস্হিতি২৪ডটকম : বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)-এর করুণায় ধন্য হযরত মীর মুহাম্মাদ অলি উল্লাহ্ মাইজভান্ডারী (রহ.)-এর চন্দ্রবার্ষিকী খোশরোজ শরীফ মহান ১৭ রমজান উদ্যাপন করা হয়েছে। ১৯ এপ্রিল ফটিকছড়ি নানুপুরস্থ রওজা শরীফ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে চন্দ্রবার্ষিকী খোশরোজ শরীফ অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে গিলাফ ছড়ানো, কোরআন খতম, গাউছিয়া খতম, মিলাদ মাহফিল, ইফতার মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন ওরশ পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকের, উম্মুল আশেকীন মনোওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার পরিচালক হাফেজ মওলানা আবুল কালাম, সেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলী, মীর শফি উল্লাহ, হাজী মোহাম্মদ ইউছুপ, বটন কুমার দে, মোহাম্মদ ইউনুচ, মোহাম্মদ আবুল কালাম, সৈয়দ আব্দুল মান্নান, সৈয়দ মোমিন উল্লাহ রাশেদ, মোহাম্মদ মনিরুল হক, মোহাম্মদ আকরাম, মওলানা মোহাম্মদ মহি উদ্দিন, আলি নেওয়াজ, মোহাম্মদ রেজাউল করিম লিটন, মোহাম্মদ এয়াকুব, আসলাম হোসেন মামুন, মোহাম্মদ লিটন প্রমুখ। সেমা মাহফিল পরিবেশন করেন সৈয়দ মোহাম্মদ আবু সালেহ কাওয়াল, মোহাম্মদ বক্কর, সৈয়দ আরিফুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।