পরিস্হিতি২৪ডটকম : বিশ্বনন্দিত এবং বাংলাদেশের একমাত্র স্বনামধন্য ব্রান্ড মার্সেল এর গোল্ড এডিশন অফার এর আওতায় ফ্রিজ ক্রয় করে আরও একটি ফ্রিজ পুরষ্কার হিসেবে পেয়েছেন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার আজিমপুর গ্রামের কৃতি সন্তান মোঃ সেলিম। উক্ত ফ্রিজটি ক্রয় করেছেন লুলু ইলেকট্রনিক্স সেন্টার, ভূজপুর, কাজিরহাট শাখা থেকে। পুরস্কারটি প্রদান করেছেন লুলু ইলেকট্রনিক্স সেন্টার কুয়াইশ কলেজ সংলগ্ন হাটহাজারী শাখা থেকে। পুরষ্কার প্রদানকালে উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়নের প্যানেল মেম্বার লোকমান হাকিম, লুলু ইলেকট্রনিক্স সেন্টার কাজিরহাট শাখার ইনচার্জ তৌহিদুল আলম, লুলু ইলেকট্রনিক্স সেন্টার এর চেয়ারম্যান মো: মনসুরুল হাসান জিয়া, কুইয়াশ শাখার ইনচার্জ মো: আব্দুল জলিল রনি, ইপিজেড শাখার ইনচার্জ মো: আব্দুল খালেক, বহদ্দারহাট শাখার ইনচার্জ মো: আরমান, জাওয়াদ ইলেকট্রনিক্স এর চেয়ারম্যান মো মানিক প্রমুখ। বিজেতার পুরস্কার তুলে দেওয়ার সময় লুলু ইলেক্ট্রনিক্স এর চেয়ারম্যান মো: মনসুরুল হাসান জিয়া বলেন, সিজন-৪ ডিজিটাল ক্যাম্পেইন ২০১৯ এ গ্রাহকগণ পণ্য ক্রয় করলেই উপহার জেতার সুযোগ রয়েছে। আজকে বিজয়ীর হাতে তার প্রাপ্য পুরস্কার তুলে দিতে পেরে আমরা আনন্দিত।