বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

মহান স্বাধীনতা দিবসে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার পুষ্পস্তবক প্রদান

  প্রকাশ : ২০১৯-০৩-২৬ ২০:০৮:০৭  

পরিস্হিতি২৪ডটকম : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলে আজ ২৬ মার্চ ২০১৯ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক করেন সংগঠনের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সহ-সভাপতি শিপ্রাবসু মল্লিক, সাধারণ সম্পাদক রুবেল শীল, সহ-সাধারণ সম্পাদক রুবেল আচার্য, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ বসু মল্লিক, অর্থ সম্পাদক সমীর দাশ, দপ্তর সম্পাদক রুপন দাশ, প্রচার সম্পাদক ঝন্টু শীল, প্রধান শিক অর্চ্চনা রাণী আচার্য, শান্তিপদ আচার্য, ঝুমুর সর্দার, নিলু দাশ, দয়াল দত্ত, কাশ্মিরি দাশ, জুই রায়, রবি শেখর দত্ত, জয়ন্ত দত্ত প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা