পরিস্হিতি২৪ডটকম : ঐতিহ্যবাহী দক্ষিণ চট্রলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক কবি ও সাহিত্যিক মরহুম মনিরুজ্জান ইসলামাবাদী প্রতিষ্টিত ও সাবেক এম এল এ মরহুম সোনা মিয়া চৌধুরী রুপায়িত বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রী পূর্নমিলনী ২০২২ সফল করার লক্ষ্যে ১৯৯৮ ব্যাচের প্রস্তুতি সভা নগরীর একটি রেষ্টুরেন্টে গতকাল সন্ধ্যায় অনুষ্টিত হয়।পবিত্র কোরআন তেলয়াতের মাধ্যমে সভার সূচনা হয় এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ৯৮ ব্যাচের প্রয়াত এখলাসুর রহমান ও ফাহমিদা ডেজির জন্য ১ মিনিট নিরবতা পালন করা হয়।সভায় ব্যাংকার মোজান্মেল হক মামুনের সভাপতিত্বে এবংব্যবসায়ী এম আনছারুল হক ও ফায়ার জিল্লুর রহমান খোকার সঞ্চলানায় বক্তব্য রাখেন প্রকোশলী নজরুল ইসলাম,ব্যবসায়ী ওয়াহেদ রাসেল,রিদোয়ান কায়েস,ব্যাংকার ফয়সাল নিজাম সজিব,মাষ্টার গাজী বোরহান,আবু জোনাইদ।এতে আরো উপস্থিত ছিলেন,মাষ্টার শহিদুল ইসলাম,ইফতেখারউদ্দিন সাব্বির,আছমা কাজেমী, তছলিমা শাপলা,হেলাল উদ্দীন, আলী রেজা,ফখরুল ইসলাম,রাসেল খানঁ,জিল্লুর রহমান শাকিল,মনজুর আলম,নেজাম উদ্দীন মানিক,মাছমুর রশিদ,খুকুমনি,শাহনাজ পারভিন,জেসমিন আক্তার,ইসতিয়াক সাক্তার,আবু ছালেহ প্রমুখ ।অনুষ্ঠানে বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রী পূর্নমিলনী ২০২২ সফল ও স্বার্থক করার লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি