বাংলাদেশ, , রোববার, ৩ নভেম্বর ২০২৪

নগরীতে দুই হিউম্যান হলারের সংঘর্ষে চালক-হেলপারসহ আহত ৫

  প্রকাশ : ২০১৯-০৪-০৮ ১১:০১:০৪  

পরিস্হিতি২৪ডটকম : আজ সোমবার (৮ এপ্রিল)চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকায় দুই হিউম্যান হলারের (রাইডার) সংঘর্ষে চালক-হেলপারসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন।

আহত দুই জনের নাম জানা গেছে। তারা হলেন- চালক হোসাইন (৩০), হেলপার জামাল (৫০)।

নায়েক হামিদ বলেন, নিউ মার্কেট থেকে ফতেয়াবাদ রুটে চলাচলকারী দুটি হিউম্যান হলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহতের খবর পাওয়া গেছে। দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের আঘাত মোটামুটি গুরুতর।



ফেইসবুকে আমরা