পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ উপজেলার বরমা, বরকল ও বৈলতলী ইউনিয়নের প্রায় ৩ শত হত-দরিদ্র পরিবারের মাঝে গত ৭ ডিসেম্বর শুক্রবার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বরমা স্বনির্ভর সেতুবন্ধন সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে হত-দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান ডা. তপন দাশের সভাপতিত্বে মন্দির মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা। উদ্বোধক ছিলেন সংগঠনের সভাপতি বলরাম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, মানবাধিকার সংগঠক লায়ন আবু তাহের চৌধুরী, এড. কবি শেখর নাথ পিন্টু, বিষ্ণুযশা চক্রবর্তী, এড. এস এম ওসমান, এড. মো. দেলোয়ার হোসেন ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দীপক দেব।
তপন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার মুকুন্দ মোহন চৌধুরী, ইউপি মেম্বার আবু জাফর, দিলীপ ভট্টাচার্য্য, অমর কান্তি ভট্টাচার্য্য, মো. নুরুল আবছার, নওশা মিয়া, সাইদুল ইসলাম চৌধুরী, বিকাশ চন্দ্র দে, বাপ্পী ধর, মো. মোস্তাফিজ, মোহাম্মদ সেলিম, শিমুল পাল, রাজিব দেব, সজল চৌধুরী, অমল নাথ, তপন দেব প্রমুখ।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।