পরিস্হিতি২৪ডটকম/(মো. নুরুল আলম,চন্দনাইশ,চট্টগ্রাম): গত ২৬ শে মার্চ ২০১৯ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান মালায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, স্বাগত বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন। মুখ্য আলোচক ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক শাহজাহান আজাদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রিয়াজ আরমান,ঐশী শীল, সুদীপ বিধান বড়ুয়া, তৌফিকা খানম,হাছান মাহামুদ রাফি, শাকিলা সাত্তার হুমায়রা, পাপিয়া বড়ুয়া, ইসরাত নজরুল সামিয়া। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব মো.কামাল উদ্দিন, আব্দুল্লাহ আল হারুন, বিজন চক্রবর্ত্তী, মিতা বড়ুয়া, রনজিত কুমার দে, আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন মৌলানা নুরুল ইসলাম, লক্ষ্মীরানী ভট্টাচার্য্য,মোহাম্মদ শাহীন আলম, পারভীন আক্তার, জনি ভট্টাচার্য্য, রাসেল কান্তি বড়ুয়া, পলাশ কান্তি দাশ, মৃদুল কান্তি পাল, মনোজিৎ দাশ, মো. মঞ্জুর উদ্দিন, নাসরিন আক্তার, রোকেয়া ছিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হামিদা বিনতে মাহবুব।
পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।