বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ক্রসফায়ার, টর্চার ও গুমের মতো অপরাধের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি

  প্রকাশ : ২০২৪-০৮-১০ ২২:২০:০৬  

অধিকারের মানববন্ধনে বক্তারা : ক্রসফায়ার, টর্চার ও গুমের মতো অপরাধের সাথে
জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি

পরিস্থতি২৪ডটকম : ক্রসফায়ার, নিরাপত্তা হেফাজতে টর্চার ও গুমের মতো অপরাধের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন গত ৭ আগস্ট চট্টগ্রাম প্রেস সামনে মানবাধিকার সংগঠন অধিকারের মানববন্ধনে বক্তারা। বক্তারা আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, ক্রসফায়ার, পুলিশ হেফাজতে নির্যাতনের শিকার হয়েছে। যে সকল পুলিশ সদস্য অনেক মানুষকে হাঁটুতে গুলি করে পঙ্গু করে দিয়েছে, সেসব পুলিশ কর্মকর্তাদেরকে আইনের আওতায় এনে মানবাধিকার সুরক্ষা প্রতিষ্ঠা করতে হবে। ডিজিএফআই ও আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল কর্মকর্তারা এসব মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন এখনও যারা স্বীয় আসনে বহাল তবিয়েতে আছেন, তাদেরকে দ্রুত বরখাস্ত করে, গ্রেফতার করে বিচার শুরু করার আহবান জানান এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়। অধিকারের ফোকাল পার্সন ওসমান জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ সানাউল্লাহ, গণসংহতির সমন্বয়কারী হাসান মারুফ রুমি, নাগরিক ঐক্যের চট্টগ্রাম সমন্বয়কারী স্বপন মজুমদার, সদস্য সচিব মো. রফিক, ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ্দিন, শিক্ষক নেতা নূর মোহাম্মদ তালুকদার, মো. জিয়াউদ্দিন, মানবাধিকার কর্মী মজিবুল্লাহ তুষার, আব্দুল্লাহ মজুমদার, লায়ন জিয়াউল হক সোহেল, জহিরুল ইসলাম, মো. নিজাম উদ্দিন, মো. জিয়াউদ্দিন, ফজিয়া আক্তার লোটন, সাইফি আনোয়ার, আলাউদ্দিন, ইমরান সোহেল, ক্যাবের জানে আলম, মীর বরকত হোসেন, মো. আব্দুর রহমান, মো. বাদশা, মোজাম্মেল হক চৌধুরী, আসমা আক্তার তামান্না, রফিকুল ইসলাম, কামরুল ইসলাম, অভিলাষ মাহমুদ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা