বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

আজ বোয়ালখালীতে হযরত আছাদ আলী ফকিরের বার্ষিক ওরশ

  প্রকাশ : ২০২২-০১-২৭ ১২:২২:৪৮  

পরিস্হিতি২৪ডটকম : দরপপাড়া হযরত শাহ সূফী মাওলানা আছাদ আলী ফকির (রহঃ)-এর মাজার শরীফের পবিত্র বার্ষিক ওরশ শরীফ আজ (২৭ জানুয়ারি বৃহস্পতিবার) দিনব্যাপী আয়োজিত নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হবে।

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড দরপপাড়া হযরত শাহ সূফী মাওলানা তালুকদার আছাদ আলী ফকির (রহঃ) আল-মাইজভাণ্ডারী, হযরত শাহ সূফী মাওলানা সিদ্দিক শাহ আল-বোগদাদী (রহঃ) ও শাহ সূফী মাওলানা সৈয়দ শাহ আল-বোগদাদী (রহঃ)-এর ৯৪তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও সা’মা মাহফিলে মেহমানে আ’লা হিসেবে শুভাগমন করবেন পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, ইমামে আহলে সুন্নাত, ফানফিল্লা, বাকাবিল্লা হযরতুলহাজ্ব শাহ সূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-কাদেরী, আল-চিশতী (রহঃ)-এঁর শাহজাদা, আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন, রাহবারে তরিকত, শাহ সূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-কাদেরী, আল-চিশতী (মাঃজিঃআঃ)।

ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্য রয়েছে হাদিয়া হালাল, রওজাপাকের গোসল, গিলাফ ছড়ানো, পুষ্পাঞ্জলি-শ্রদ্ধাঞ্জলি অর্পণ, খতমে কোরআন, খতমে গাউসিয়া, জেয়ারত, ফাতেহা ও দোয়া-দরুদ শরীফ পাঠ, হামদ্, নাতে রাসুল (দঃ), মিলাদ, কেয়াম, সা’মা মাহফিল, তবাররুক বিতরণ ও আখেরী মোনাজাত।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা