বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

আগামী শনিবার চন্দনাইশে রাহমাতুল্লিল আলামীন কনফারেন্সে প্রধান অতিথি পীর সাবির শাহ্ (ম:জি:আ:)

  প্রকাশ : ২০২৩-১০-০৩ ২০:৪৯:৫৯  

পরিস্থিতি২৪ডটকম : গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার ব্যবস্থাপনায় আগামী ৭ অক্টোবর ২০২৩ ইংরেজী শনিবার বাদে জোহর সুচিয়া জহির ফিলিং স্টেশন সংলগ্ন ময়দানে রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স সফল কল্পে প্রস্তুতি সভা গত ২ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের সদস্য আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর। মোহাম্মদ মোজাম্মেল হক তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, মুহাম্মদ নেজাবত আলী বাবুল, মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহ, শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, মুহাম্মদ ইদ্রিচ মুন্সী, আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম, হাজী মুহাম্মদ শের আলী খান, এডভোকেট মোজাম্মেলন ফারুকী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও মোহাম্মদ মোজাম্মেল হক তালুকদারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য যে, শনিবার অনুষ্ঠেয় কনফারেন্সে প্রধান অতিথি থাকবেন আওলাদে রাসুল রাহনুমায়ে শরিয়ত ও তরিকত পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (ম:জি:আ)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দরবারে ছিরিকোটের শাহজাদা, আওলাদে রাসূল সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ্ (মা:জি:আ:)। উপস্থিত থেকে বক্তব্য রাখবেন সম্মানিত ওলামায়ে আহলে সুন্নাত, আনজুমান, গাউসিয়া কমিটির কর্মকর্তাবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা