পরিস্থিতি২৪ডটকম : গত ২৬ অক্টোবর বুধবার বিকাল ৫ টায় নগরের কাতালগঞ্জ মোড় সংলগ্ন মিল্টন কনভেনশন হলে এ্যাড ভিশন বাংলাদেশ এর প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাবেক উপ অর্থ সম্পাদক, করোনা বুথের উদ্ভাবক, তরুণ আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ভাই অসুস্থ হওয়ায় সুস্থতা কামনা করে সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের মহানগর শাখার সভাপতি মো সাজিদুল আলম মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো মাসুদ রানা, সহ সভাপতি আলহাজ্ব মো সিরাজুল ইসলাম, মো হাসান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, জেলা শাখার সভাপতি মো নাছির উদ্দীন বাঙালি, মহানগর শাখার প্রচার প্রকাশনা সম্পাদক মো রফিকুল ইসলাম, সংগঠনের কর্মকর্তা মো এরশাদ আলী চৌধুরী, মো ফরিদুল ইসলাম মনি, মো মোজাম্মেল হক, মো. জামাল হোসেন তানভীর, মো. ইলিয়াস রিপন, মাওলানা নুরুল ইসলাম। আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেখ মনছুর আউলিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান (ম. জি. আ.)।
প্রেস বিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।