বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

অনুপ আচার্য্য রনি অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার শোকাঞ্জলী প্রদান

  প্রকাশ : ২০২৪-০৮-১১ ১৯:৪৮:২৬  

পরিস্থিতি২৪ডটকম : অক্সিজেন হরিপুর গ্রাম নিবাসী প্রয়াত নলিনী ডাক্তারের ছেলের ঘরের নাতি স্বর্গীয় অনুপ আচার্য্য রনি অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার পক্ষ হতে শোকাঞ্জলী প্রদান করেন অধ্যক্ষ এ.আর.আচার্য্য। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সাধারণ সম্পাদক সলিল আচার্য্য, সহসভাপতি স্বপন চক্রবর্তী, সহ: সম্পাদক কার্তিক কুমার আচার্য্য, প্রচার সম্পাদক রাজু আচার্য্য, টিবলু আচার্য্য, জয় আচার্য্য, রাসেল আচার্য্য, বিজয় আচার্য্য, সনজিত আচার্য্য, মিঠু আচার্য্য প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রয়াতের ছোট ভাই অরুপ আচার্য্য কে শোকাঞ্জলী পত্র প্রদান করেন অধ্যক্ষ ড.এ.আর.আচার্য্য এবং সকল সদস্যবৃন্দ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সকলে সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা