বাংলাদেশ, , মঙ্গলবার, ২১ মে ২০২৪

প্রবীণ সমাজসেবী ও শিক্ষানুরাগী আমেনা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

  প্রকাশ : ২০১৯-১০-১৫ ১৭:৩৩:৩৮  

পরিস্হিতি২৪ডটকম : বিশিষ্ট সমাজসেবী, কেসিদে ইন্সটিটিউট (অফিসার্স ক্লাব) চট্টগ্রাম এর যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম জেলা নাজের মোহাম্মদ জামাল উদ্দিনের মাতা সমাজসেবী ও শিক্ষানুরাগী আমেনা বেগম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও স্মরণ সভা ১৪ অক্টোবর সোমবার বাদে আছর চট্টগ্রাম নগরীর আমানত শাহ দরগাহ লেইনস্থ তনজিমুল মোছলেমীন এতিমখানায় অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও চন্দনাইশ উন্নয়ন ফোরাম চট্টগ্রামের সভাপতি মাওলানা রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা নাজের মোহাম্মদ জামাল উদ্দিন, অধ্যাপক জামাল উদ্দিন হেজাজী, কবি মাহমুদুল হাসান নিজামী, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, মোহাম্মদ নুরুল হুদা, এম এ সালাম, গিয়াস উদ্দিন, মোহাম্মদ মুরাদ, আবদুল মুবিন ভাণ্ডারী, মোহাম্মদ আরফাত, আলমগীর ইসলাম বঈদী, হাফেজ ফজলুল কাদের, মোহাম্মদ ওসমান জাহাঙ্গীর, চৌধুরী সফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম চৌধুরী, হাবিবুর রহমান, এড. খায়ের আহমদ, অধ্যাপক দিদারুল আলম, মুনিরুল ইসলাম, মোহাম্মদ জহির উদ্দিন প্রমুখ। সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা জামাল উদ্দিন হেজাজী। সভায় বক্তারা বলেছেন, সমাজকর্ম, মানবতার জন্য এবং শিক্ষা প্রসারে মরহুম আমেনা বেগম ভূমিকা রেখেছেন। তিনি নিজ সন্তানের পাশাপাশি সমাজকে আলোকিত করতে চেষ্টা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতবাসী করুন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা