বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা

  প্রকাশ : ২০২৩-১২-১৬ ২৩:১৫:১১  

পরিস্থিতি২৪ডটকম : দেশচিন্তা আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ ১৩ ডিসেম্বর ২০২৩ বিকেল ৪টায় নগরীর মুমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দেশচিন্তার উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের পরিচালক বীর গেরিলা মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। উদ্ভোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. বাসন্তী প্রভা পালিত। দেশচিন্তা সম্পাদক ইমরান সোহেলের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা সুমন দেবনাথ, মানবাধিকার নেতা ও আলোকচিত্রী সাংবাদিক ওচমান জাহাঙ্গীর, বিজয় ৭১ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. আর কে রুবেল, দৈনিক বিজয় চট্টগ্রমের ব্যূরো চীফ মোহাম্মদ ইমতিয়াজ ফারুকী, অচিন্ত্য কুমার দাশ, সাংবাদিক রফিক, সালাউদ্দিন লিটন, দিলীপ দে প্রমূখ। প্রধান অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগ পাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় ‘জয় বাংলা’ বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা