বাংলাদেশ, , শুক্রবার, ১৭ মে ২০২৪

সোহেল ফখরুদ-দীনের ৭টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ড. ইফতেখার উদ্দিন চৌধুরী : প্রজন্মকে বাস্তবমুখী করে আদর্শবান মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই

  প্রকাশ : ২০১৯-০৯-২৯ ১৬:৫১:৩৪  

পরিস্হিতি২৪ডটকম : গতকাল (২৮ সেপ্টেম্বর ২০১৯) শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটস্থ কাশ্মীর রেস্তুরেন্টের অডিটরিয়ামে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক, গ্রন্থপ্রনেতা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের ৭টি বই যথাক্রমে “চট্টগ্রামে মুসলমান আগমনের ইতিকথা, শানে মোস্তফা (সা.), চট্টগ্রামের সোনার মানুষ, আমাদের সেরা মনীষী, প্রাচীন চট্টগ্রাপমের কালপঞ্জি, চন্দনাইশের ইতিহাস ও মাওলানা মনিরুজ্জামান ইসলামীবাদী পাইনিয়ার অব মুসলিম রেনেসা” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান মোহাম্মদ শামসুল আলম টগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সাংবাদিক সংগঠক এ,কে,এম,আবু ইউসুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন, ইতিহাসবিদ এডভোকেট মো. সিরাজুল ইসলাম চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন হায়দার, বীরমুক্তিযোদ্ধা শ্রী হারাধন দাশ, অধ্যক্ষ মুহাম্মদ ইউনুছ কুতুবী, এসএম শাহনেওয়াজ, সৈয়দ শিবলী ছাদিক কফিল, অমর কান্তি দত্ত, এম.মনজুর আলম, তৌহিদুর রহমান, রিপন চক্রবর্তী, সাফাত বিন সানাউল্লাহ, ডাঃ ডিকে ঘোষ, এস.এম.ওসমান, মহিউদ্দিন কাদের সামি, শহিদুল আলম, সাইফুদ্দিন, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, সমীর কান্তি দাশ, সমীর কান্তি পাল প্রমূখ। প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ইতিহাসের প্রয়োজন বইয়ের ভূমিকা অপরিসীম। বই মানুষকে ইতিহাসের পথ ধরে আলোরপথে নিয়ে যায়। প্রজন্মকে বাস্তবমুখী করে আদর্শবান মানুষ করতে সহায়তা করে। বই পড়া সময়গুলো মহামূল্যবান। এই সময় থেকে শিা গ্রহণ ও শিা নেওয়া যায়। তাই বই পড়তে প্রজন্মকে উৎসাহ দিতে হবে। ইতিহাস লেখক গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের আজকের প্রকাশনা যে ৭টি বই আলোচিত হয়েছে সেগুলো মূল্যবান ও ইতিহাসের প্রয়োজনে এই গ্রন্থগুলোর চর্চা অপরিহার্য। প্রকাশনা উৎসবে বক্তারা আরো বলেছেন, সোহেল ফখরুদ-দীন এই বইগুলো রচনা করতে গিয়ে অনেক শ্রম ও মেধা দিতে হয়েছে। আগামী প্রজন্মের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবে। ইতিহাস চর্চা, সংগ্রহ, সংরক্ষণ খুবই কঠিন কাজ। তবুও সোহেল ফখরুদ-দীন সেই কঠিন কাজকেই সঙ্গে করে পথ চলছে। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ও সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের ইতিহাস চর্চা দীর্ঘদিনের। চট্টগ্রামের মানুষ ও মাটির ইতিহাস অতি পবিত্র। তার কলম দিয়ে চট্টগ্রামে মুসলমান আগমনের ইতিহাস রচিত হওয়া এটা বড় সৌভাগ্যের। প্রকাশনা উৎসবে বক্তারা লেখকের সাফল্য কামনা করে আলোচিত বইগুলোর প্রচার-প্রসার কামনা করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা