বাংলাদেশ, , শুক্রবার, ১৭ মে ২০২৪

চট্টগ্রাম ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম গণ-অধিকার ফোরামের স্মারকলিপি

  প্রকাশ : ২০১৯-০৯-২৯ ১৬:৪৭:৪৯  

পরিস্হিতি২৪ডটকম : আজ ২৯ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ ঘটিকার সময় চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ গণবিরোধী ৬২% পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত শেষে মিছিল সহকারে দুপুর ১২.৫৫ মিনিটের সময় চট্টগ্রাম ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করার লক্ষে চট্টগ্রাম গণঅধিকার ফোরামের দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম শহরে ৬০ ল নগরবাসী বসবাস করে আসছে। অধিকাংশ নগরবাসী দারিদ্র সীমার নিচে বাস করছে। চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ গত সাত বছরে ৭ বার পানির দাম বৃদ্ধি করেছে। মাত্র ৬ মাস আগেও অযৌক্তিকভাবে ওয়াসা পানির দাম বাড়িয়েছে। ওয়াসা আইন অনুযায়ী ওয়াসা বছরে ১ বার মাত্র ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে। আর মুদ্রাস্ফীতি জনিত কারণে বা প্রয়োজনে ওয়াসা পানির দাম বাড়াতে পারে। এই সুযোগ নিয়ে ওয়াসা পানির দাম ৬২% বাড়ানোর প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দিয়েছে যা চট্টগ্রাম শহরের ৬০ লক্ষ নগরবাসীকে চরম ভোগান্তিতে ফেলবে এবং বর্তমান সরকারকে জনপ্রিয়তার দিক থেকে বিপাকে ফেলবে। ওয়াসার সেবার মান অত্যন্ত নীচু, অনেক এলাকায় দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানি পরিবেশন করা হয়। ফলে নগরবাসী বিভিন্ন রোগে আক্রান্তের শিকার। শুধু তাই নয় উন্নয়নের নামে শররের অধিকাংশ এলাকায় খুড়াখুড়ির পর মাটি রাস্তায় ফেলে চট্টগ্রাম নগরীকে বালি উড়ার শহরে পরিণত করেছে যা চট্টগ্রাম বাসীকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। সেবার মান উন্নত না করে, জনস্বার্থে যাচাই-বাছাই ছাড়াই মতার অপব্যবহার করে এই দাম বৃদ্ধি যেমন অগ্রহণযোগ্য তেমনি বেআইনী। গণবিরোধী ওয়াসার পানির দাম ৬২ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত জনগণের বৃহত্তর স্বার্থে অবিলম্বে বাতিল করুণ। নাগরিক সেবা দিতে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপ সম্পূর্ণরূপে ব্যর্থ। এর মধ্যে পানির দাম বৃদ্ধি করা কোনভাবে যুক্তি সঙ্গত নয়। ৬০ লক্ষ নগরবাসীকে পানির দাম বৃদ্ধি করে মরন ফাঁদে ফেলবেন না। আপনার মাধ্যমে ওয়াসা কর্তৃপকে আমাদের এই যৌক্তিক দাবী মেনে নেওয়ার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। এছাড়া মিছিলপূর্বক কেন্দ্রীয় শহীদ মিনারের জমায়েতে বক্তারা বলেন, ৬০ লক্ষ নগরবাসীর রায় না নিয়ে ৬২% পানির মূল্যবৃদ্ধি করবেন না। এভাবে মূল্যবৃদ্ধি করার অধিকার চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ রাখে না। আশা করি স্থানীয় মন্ত্রণালয় জনগণের বৃহত্তর স্বার্থে পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন। পূর্বের ন্যায় পানির মূল্য বজায় রাখুন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চগঅ ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহাসচিব এম এ হাশেম রাজু, ভাইস চেয়ারম্যান আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুরুল হাকিম লোকমান, মোহাম্মদ মাঈনুদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ সোলায়মান বাদশা, সহকারী মহাসচিব জানে আলম, সহকারী মহাসচিব মোহাম্মদ ইউসুফ, কালু চৌধুরী প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা