বাংলাদেশ, , মঙ্গলবার, ৭ মে ২০২৪

সোলেমান সওদাগরের মৃত্যতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

  প্রকাশ : ২০২০-০১-২৮ ১৫:৫৯:১৫  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ থানাধীন মধ্যম কানাইমাদারী নিদাগের পাড়া নিবাসী হাজী আহমদ ছফা মেম্বারের জৈষ্ঠপুত্র সোলেমান সওদাগর (বাচা সওদাগর) দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগে রবিবার দিবাগত রাত ২.৩৫ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুর সময়ে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যা সন্তান ও নাতি নাতনি সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। ২৭ জানুয়ারি দুপুর ২.৩০ মিনিটে জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোলেমান সওদাগরের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস) এর প্রতিষ্টাতা চেয়ারম্যান এ, কে, এম, আবু ইউসুফ, সহ সভাপতি আলাউদ্দিন চৌধুরী মোর্শেদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দীন, প্রবীন শিক্ষাবিদ আবদুল হাকিম মাষ্টার, গন অধিকার ফোরামের মহাসচিব এম এ হাশেম রাজু, ইতিহাসবেত্তা সোহেল মোঃ ফখরুদ-দীন, রোটারিয়ান মোহাম্মদ সালাহউদ্দীন, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী, ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সেলিম, শিক্ষাবিদ মিন্টু কুমার দাশ, মোহাম্মদ ইলিয়াছ, মোঃ ফেরদৌস আলম, মোহাম্মদ ফরিদুল আলম, সাবেক মেম্বার নাছির উদ্দীন, বর্তমান মেম্বার আবদুল মুবিন, সমাজকর্মী সুমন বড়ুয়া টুটু, অনুতোষ দত্ত বাবু, আবদুর রহিম, জসিম উদ্দিন, বাহাদুর শাহ ভান্ডারী প্রমুখ। বিবৃতিতে তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা