বাংলাদেশ, , বুধবার, ১ মে ২০২৪

ত্রিপিটক রিসার্চ সোসাইটি কর্তৃক বিনামূল্যে ত্রিপিটক বিতরণ সম্পন্ন ও রত্নসম্ভার স্মরণ

  প্রকাশ : ২০২০-০১-২৮ ১৬:০৬:৪৪  

পরিস্হিতি২৪ডটকম : ঐতিহ্যবাহী পূন্যতীর্থ চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারে গত ২৪ জুন ত্রিপিটক রিসার্চ সোসাইটি কর্তৃক আয়োজিত প্রয়াত রত্নসম্ভার ভান্তের স্মরণে সংঘদান ও তিন শতাধিক বৌদ্ধ বিহারে বিনামূল্যে ত্রিপিটক দানের ২য় আর্বতন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা’র মাননীয় উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরো, প্রধান জ্ঞাতী ছিলেন ভদন্ত রত্নপ্রিয় মহাথেরো এবং উদ্বোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা’র মহাসচিব ভদন্ত এস. লোকজিৎ থেরো, এতে প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত শুদ্ধানন্দ থেরো ও দ্ধীপেন্দ্রিয় ভিক্ষু। প্রধান অতিথি ছিলেন মহামান্য রাষ্ট্রপতি কার্যালয়ের মাননীয় সচিব সম্পদ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের-ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কাজল কান্তি চৌধুরী, ও বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের-মহাসচিব তুষার কান্তি বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, আলোচক ছিলেন অধ্যাপিকা সুদীপ্তা বড়ুয়া, অধ্যাপক শাসনানন্দ বড়ুয়া রুপন ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া।

স্বগত বক্তব্য রাখেন আমেরিকা থেকে আগত ত্রিপিটক রিসার্চ সোসাইটি’র কার্যকরী সভাপতি ভদন্ত মুদিতারত্ন ভিক্ষু স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সভাপতি তমাল কান্তি বড়ুয়া, সংগঠনের ইতিবৃত্ত তুলে ধরে বক্তব্য রাখেন ত্রিপিটক রিসার্চ সোসাইটি’র সভাপতি উজ্জ্বল বড়ুয়া বাসু, ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিপিটক রিসার্চ সোসাইটি’র সাধারণ সম্পাদক সুজন মুৎসুদ্দি। সঞ্চলনা করেন সৈকত বড়ুয়া ও পাঁপড়ি বড়ুয়া । উক্ত অনুষ্ঠানে মঙ্গলাচারণ করেন এস. প্রিয়পাল ভিক্ষু, পঞ্চশীল র্প্রাথনা করে বাসুদেব বড়ুয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের অনেক বিহারে এখনো ত্রিপিটক নেই আর এই অভাব পূরণ করছে ত্রিপিটক রিসার্চ সোসাইটি। বর্তমান অশান্ত বিশ্বে বুদ্ধের অমিয় প্রেমের বাণী শান্তির বাতাবরণ সৃষ্টি করতে পারে এবং ত্রিপিটকের অধ্যয়ন ও অনুশীলন যত বেশি হবে তত বেশি আমাদের উপকার হবে ।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা