বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

শিক্ষকতা পেশার শেষ দিনে শ্যামল রায়ের ভূয়শী প্রশংসা করলেন বক্তারা

  প্রকাশ : ২০১৯-১০-১৬ ১৭:৫৪:১১  

পরিস্হিতি২৪ডটকম/(কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম) : ১৯৮৩ সালে আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষকতা পেশায় যোগদেন শ্যামল রায়। এরপর চিকনেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেঁয়াকো সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর অাধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন সততার সাথে।

এরপর ১৯৮৭ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নে অবস্থিত ইসলামপুরের করালিয়া দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩৩ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা করে গত শনিবার (১২ অক্টোবন) শেষ করেন। তার বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিনের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণের সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আক্তার হোসেন, সহ-সভাপতি আরোয়ার হোসেন, দাতা সদস্য ইউনুস মিয়া সুমন, অভিভাবক সদস্য ইসমাঈল হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারুল বালা দাস, জাহানারা বেগম প্রমুখ।

উপস্থিত বক্তারা শ্যামল চন্দ্র রায় এর দীর্ঘ প্রায় ৩৩ বছর সময় ধরে এই বিদ্যালয়ে অবস্থান করে, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে ভূমিকার ভূয়শী প্রশংসা করেন।
শ্যামল চন্দ্র রায়ের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৫ নং চর দরবেশ ইউনিয়নে। তিনি অবসর প্রাপ্ত শিক্ষক শুরেষ রায়ের ছেলে। শ্যামল রায়ের বড় ভাই রঞ্জন রায়ও একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।



ফেইসবুকে আমরা