বাংলাদেশ, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

শাহানশাহ হক ভান্ডারী (ক.) দাতব্য চিকিৎসালয় শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা কর্মসূচি

  প্রকাশ : ২০২১-০৬-২৪ ১৭:০৭:০৩  

পরিস্হিতি২৪ডটকম : ফটিকছড়িস্থ আজিমপুরে “শাহানশাহ হক ভান্ডারী (ক.) দাতব্য চিকিৎসালয়”-এ ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট’ পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের ব্যবস্থাপনায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আজিমপুর শাখার তত্ত্বাবধানে নিয়মিত বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবার অংশ হিসাবে “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ইসলামী একাডেমীর” শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এ সময় চিকিৎসা হিসাবে দায়িত্বরত ছিলেন ডা. রেনুকা আলম (শিশু ও মহিলা রোগ চিকিৎসক)। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বড় ছিলোনিয়া পাইন্দং শাখার সাবেক সভাপতি ও বর্তমান ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আমান উল্লাহ চৌধুরী লিটনের ক্যাম্প পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আজিমপুর শাখার সভাপতি মুহাম্মদ আফতাব উদ্দিন মানিক, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আজিমপুর শাখার সিনিয়র সদস্য, মুহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দিকী, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ইসলামী একাডেমীর সুপার, মাওলানা মুহাম্মদ রবিউল হক, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের সমন্বয়ক, ডা. মুহাম্মদ আনিস উদ্দিন সোহেল, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ছাদেকনগর শাখার সভাপতি, মুহাম্মদ ইমন উদ্দিন চৌধুরী, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ কামাল উদ্দিন, আজিমপুর শাখার শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মুহাম্মদ রেজাউল করিম, আজিমপুর শাখার সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ আমান উল্লাহ, আজিমপুর শাখার ধর্ম বিষয়ক সম্পাদক , মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা