বাংলাদেশ, , রোববার, ১৯ মে ২০২৪

রাশিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন, আহত ৫৬

  প্রকাশ : ২০১৯-০৯-২৬ ২০:৪০:০০  

পরিস্হিতি২৪ডটকম : রাশিয়ার সাইবেরিয়ার পশ্চিমাঞ্চলের শহর বার্নাউলে যাত্রীবাহী একটি বিমান দুর্ঘটনায় ৫৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। বোয়িং ৭৬৭-৩০০ বিমানটি ২৫ সেপ্টেম্বর প্রায় ৩৩০ জন যাত্রী নিয়ে ভিয়েতনাম থেকে ফিরছিলো। অবতরণের আগ মুহূর্তে বিমানের ডানপাশের ল্যান্ডিং গিয়ারে হঠাৎ আগুন লেগে যায়। এরপর জরুরি অবতরণের সময় স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। বাকিদের চিকিৎসা শেষে তাদের নিজ নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

সেইন্ট পিটারসবার্গভিত্তিক ‘চ্যানেল ৫’ নামক একটি টিভি চ্যানেলে বৃহস্পতিবার ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, জরুরি অবতরণের পর বিমানটিতে আগুন জ্বলছে। বেশ কয়েকটি জরুরি যান ও দমকল বাহিনী মিলে আগুন নেভানোর চেষ্টা করছে।

একইসঙ্গে আরেকটি গাড়ি থেকে অগ্নি নির্বাপক তরল ছেটানো হচ্ছে। এ সময় বেশ কয়েকজনকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলার দৃশ্যও ভিডিওতে দৃশ্যমান হয়।



ফেইসবুকে আমরা