বাংলাদেশ, , শুক্রবার, ১৭ মে ২০২৪

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ৬

  প্রকাশ : ২০১৯-০৯-২৬ ২০:৩৬:১৫  

পরিস্হিতি২৪ডটকম : ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের মালুকুতে বৃহস্পতিবার ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৬ জন নিহত ও বহু লোক আহত হওয়ার খবর জানা গেছে। দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একজন কর্মকর্তার বরাত দিয়ে এশিয়াভিত্তিক সংবাদসংস্থা জিনহুয়া নিউজ এজেন্সি এ খবর নিশ্চিত করেছে।

ইভা তুহুমুরি নামের ঐ কর্মকর্তা জানান, ভূমিকম্পের ফলে ভবন ধ্বসে ৬ জন নিহত হয়েছেন। ১২ জনেরও বেশি লোক আহত হয়েছেন। হাজারখানেক লোক আতঙ্কগ্রস্থ হয়ে বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

ভূমিকম্পটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬ টা ৪৬ মিনিটে আঘাত হানে। প্রদেশের আমবন শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে এটি উৎপন্ন হয় এবং উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার পর্যন্ত।

ভৌগলিক অবস্থানগত কারণেই ইন্দোনেশিয়াকে চরম ভূমিকম্প-প্রবণ অঞ্চল হিসেবে গণ্য করা হয়। প্রতিবছর বেশ কয়েকবার ভূমিকম্পের শিকার হওয়ার কারণে একে ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ নামে ডাকা হয়ে থাকে।



ফেইসবুকে আমরা