বাংলাদেশ, , শুক্রবার, ৩ মে ২০২৪

মাইজভান্ডারী ও বঙ্গবন্ধুর অসাম্প্রসায়িক দর্শন সমার্থক : ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

  প্রকাশ : ২০১৯-১১-৩০ ২০:৪৯:১৭  

পরিস্হিতি২৪ডটকম : দেশ ও জাতির জনককে উপলব্ধির আলোকে মাইজভান্ডারী দর্শন ও মানবকল্যাণ শিরোনামে এক সেমিনার মাইজভান্ডারী দরবার শরীফ উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাজ্জাদানশীনে দরবারে গাউসুল আজম মাইজভান্ডারী আলহাজ্ব হযরত মাওলানা শাহ্সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (মজিআ) কর্তৃক প্রতিষ্ঠিত মাইজভান্ডারী টেকনিক্যাল ইন্সটিটিউট মিলনায়তনে নায়েবে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম মোনতাজেমে দরবার আলহাজ্ব মাওলানা সৈয়দ আহমদ হোসেন মুহাম্মদ ইরফানুল হক মাইজভান্ডারী (মজিআ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুল বাতেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রাবন্ধিক মোহাম্মদ আলম। বক্তব্য রাখেন প্রভাষক মেজবাতুল আলম সওয়াল। সেমিনারে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য বুদ্ধিজীবী, আন্তর্জাতিক খ্যাতিমান সমাজবিজ্ঞনী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। মাইজভান্ডার দরবার শরীফ থেকেই বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপনের সূচনা করার লক্ষ্যে অনুষ্ঠিত এই সেমিনারে আরো উপস্থিত ছিলেন শিক্ষক হুমায়ের তৌহিদ, এমদাদুল হক, হাসান আল কবির সবুজ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. শাহাদাত হোসেন। সেমিনারে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাইজভান্ডারী দর্শনে সুফিবাদের মৌলিক অনুসঙ্গ বিশ্বজনীন মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনা ধারণ করে স্রষ্টার সন্তুষ্টির জন্য যে পথের সন্ধান দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় তাতে পরিপূর্ণভাবে প্রস্ফুটিত। ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে সকল ধর্মের যথার্থ ধার্মিক ব্যক্তিরা প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিবেদিত। সম্মানিত প্রধান অতিথি মাইজভান্ডারী দর্শনের পবিত্র নির্যাস মহান আল্লাহ প্রিয় রাসুলের (স.) অনুগ্রহ প্রাপ্তিতে পবিত্র কোরআন হাদিসের অমূল্য জীবন নির্দেশনা অনুসরণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। বর্তমান বিশ্বে আধুনিক শিক্ষার ভিত্তি হচ্ছে কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি তথ্যপ্রযুক্তির যথাযথ শিক্ষণ, প্রশিক্ষণ ও অনুশীলন দক্ষ মানবসম্পদ তৈরিতে অনিবার্য। তা অনুধাবন করে অভিভাবকদের তাঁদের সন্তানদের কারিগরি শিক্ষামুখী করার জন্য পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে প্রধান অতিথিকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সারগর্ভ এবং উপদেশমূলক বক্তব্য প্রদান করে শিক্ষার্থীদের বিপুলভাবে অনুপ্রাণিত করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, মাইজভান্ডারী দর্শনকে সামগ্রিকভাবে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা