বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

মহিউদ্দিন চৌধুরী দলমত নির্বিশেষে চট্টগ্রামের মাটি ও মানুষের পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন : আমজাদ হোসেন হাজারী

  প্রকাশ : ২০১৯-১২-১৭ ১৭:০৮:২৪  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম-কুমিল্লা-সিলেট কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশন (চকাএভ) এর উদ্যোগে ১৫ ডিসেম্বর রবিবার বিকাল ৩ ঘটিকার সময় কাস্টম হাউসের ৩য় তলার অডিটরিয়ামে চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চকাএভ এর সিনিয়র সহ-সভাপতি এরশাদ আলী খান ভুট্টোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোর্শেদ শামীমের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চকাএভ চট্টগ্রামের সভাপতি, চকাএভ এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় পেশাজীবী নেতা আমজাদ হোসেন হাজারী প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, মহিউদ্দিন চৌধুরী দলমত নির্বিশেষে চট্টগ্রামের মাটি ও মানুষের কাছে মৃত্যুর আগপর্যন্ত পাহারাদারের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন। বর্ণাঢ্য দীর্ঘ রাজনীতিক জীবনে মহিউদ্দিন চৌধুরী লোভ-লালসার উর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের কাছে অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। তাঁর মতো মানবদরদী নেতা এই অঞ্চলে আর হবে কি না সন্দেহ রয়েছে। এই মানুষটির জন্ম না হলে চট্টগ্রাম বন্দর অনেক আগেই বিদেশিদের হাতে চলে যেত। তিনি আরো বলেন, চট্টলদরদী এই নেতা কাস্টমস কর্মকর্তাদের গ্রেড পরিবর্তনের জন্য একাধিকবার ডিও লেটার প্রদান করেছিলেন। আমরা তাঁর ঋণ শোধ করতে পারব না। তিনি আরো বলেন, মহিউদ্দিন চৌধুরী সকল দল-মতের মানুষের অভিভাবক হিসেবে কাজ করতেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চকাএভ এর সহ-সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ জসিমউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ মাহাবুব, শ্রী অমৃতলাল পাণ্ডে প্রমুখ। স্মরণ সভার আগে সকাল ৭টায় মরহুমের কবর জেয়ারত ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বাদে আসর মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা নুরুল হাকিম আল কাদেরী। দোয়া মাহফিল শেষে হতদরিদ্র দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা