বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

ভ্রমনকন্যা এলিজা বিনতে এলাহীর সাথে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার স্বাক্ষাত

  প্রকাশ : ২০১৯-০৮-২৯ ১৭:৩৫:৩০  

পরিস্হিতি২৪ডটকম : ভ্রমন মানুষকে আনন্দ দেয়। আর দেশ থেকে দেশান্তর ভ্রমনের মাধ্যমে জানা যায় বিভিন্ন প্রত্নতত্ব নিদর্শনের ইতিহাস। আর আমাদের দেশ জুড়ে রয়েছে অসংখ্য প্রত্নতত্ব সম্পদ। যেগুলোর ইতিহাস অনেক খ্যাত। সে ইতিহাসকে লোক চক্ষুর সামনে তুলে ধরতে দেশের ৬৪ জেলা ভ্রমন জরুরী এবং কালের স্বাক্ষী ইতিহাসের অবিচ্ছেদ্য অংশগুলো আগামী প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। আর এই প্রত্ন নিদর্শনের একটি অধ্যায় এশিয়াখ্যাত বিশ্বের পঞ্চম তীর্থভূমি মাইজভাণ্ডার দরবার শরীফ। যেখানে এই উপমহাদেশের সুফি সাধকগণের বিকশিত হওয়ার ইতিহাস রয়েছে। এই ইতিহাসকে সমৃদ্ধ করেছেন বিশ্বঅলি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট ও ম্যানেজিং ট্রাস্টি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হাসান মাইভাণ্ডারী (ম.) যার সুদুর প্রসারী কর্মকান্ডে মানবকল্যাণে নিবেদিত। হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট যা যুগে যুগে নতুন অধ্যায়ের সুচনা করবে। নগরীর সৈকত মোটেল মিলনায়তনে বিশ্ব পরিব্রাজক বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমনকারী খ্যাতিমান ভ্রমনকন্যা এলিজা বিনতে এলাহীর সাথে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার মতবিনিময়কালে ভ্রমনকন্যা উপরোক্ত কথাগুলো বলেন। মতবিনিময়কালে হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট প্রকাশিত বিভিন্ন বই ও প্রসফেক্টাস এবং আধ্যাত্মি পরিক্রমা-২ ও সুফিসাধকের জীবন গাঁথা, তাসাউফের মর্মকথা বই দুটি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, পরিবেশবিদ ও সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, ফৌজুল এলাহী, সাংবাদিক সমীর কান্তি দাশ, বিশিষ্ট লেখক সাফাত বিন সানাউল্লাহ, সংগঠনের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সহ-সভাপতি শিপ্রাবসু মল্লিক, সাধারণ সম্পাদক রুবেল শীল, সহ-সাধারণ সম্পাদক রুবেল আচার্য, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ বসু মল্লিক, অর্থ সম্পাদক সমীর দাশ, দপ্তর সম্পাদক রুপন দাশ, প্রচার সম্পাদক ঝন্টু শীল, প্রধান শিক অর্চ্চনা রাণী আচার্য, শান্তিপদ আচার্য, ঝুমুর সর্দার, নিলু দাশ, দয়াল দত্ত, কাশ্মিরি দাশ, জুই রায়, রবি শেখর দত্ত, জয়ন্ত দত্ত প্রমূখ।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা