বাংলাদেশ, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

প্রবীণ সমাজকর্মী ছমেরাজ খাতুনের ইন্তেকাল

  প্রকাশ : ২০১৯-০৭-১৫ ২১:১৬:০৪  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ঐতিহ্যবাহী কানাইমাদারী গ্রামের বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী মোছাম্মৎ ছমেরাজ খাতুন ৯০ বছর বয়সে ১২ জুলাই সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। মরহুমা ছমেরাজ খাতুনের স্বামীর নাম মোজাহের নবী। মৃত্যুকালে ছমেরাজ খাতুন ছয় ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন আছরের নামাজের পর হযরত সৈয়দ জালাল শাহ মুন্দারপাড়া জামে মসজিদের সামনে মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার পুত্র আলহাজ মাওলানা ওসমান আলী শাহ জোহাদী। জানাজার নামাজে চন্দনাইশের বরকল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম তালুকদার, ইতিহাস লেখক সোহেল মো. ফখরুদ-দীন, মাওলানা মোহাম্মদ ইদ্রিস, শহিদুল ইসলাম মুন্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে চন্দনাইশ উন্নয়ন ফোরামের সদস্য আলহাজ মাওলানা ওসমান আলী শাহ জোহাদীর মাতা ও চন্দনাইশ ছাত্র সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি আবদুল্লাহ আল নোমান এর পিতামহী ছমেরাজ খাতুনের ইন্তেকালে শোক প্রকাশ করে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন চন্দনাইশ উন্নয়ন ফোরাম চট্টগ্রামের সভাপতি রেজাউল করিম তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল মো. ফখরুদ-দীন, সহ-সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, মো. আবু বক্কর, মোহাম্মদ আবদুর রহিম, এ কে এম আবু ইউসুফ, ড. অঞ্জন দেবনাথ, গোলাম মোস্তফা, রিয়াজুল ইসলাম, মোহাম্মদ জহির উদ্দিন, নুরুল আলম, মোহাম্মদ সাফাত সানাউল্লাহ, মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ জিয়াউদ্দিন প্রমুখ এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা