বাংলাদেশ, , মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

প্রবীণ শিক্ষাবিদ মাওলানা আবদুর রহমানের ইন্তেকাল,দাফন সম্পন্ন

  প্রকাশ : ২০১৯-১২-২৬ ১৭:৫৪:৩৭  

পরিস্হিতি২৪ডটকম : পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী রশিদাবাদ মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাকালীন সুপারিন্টেন্ডেট, প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজকর্মী, ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আবদুর রহমান, প্রকাশ বড় হুজুর, ২৫ ডিসেম্বর বুধবার সকালে ৮০ বছর বয়সে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। বুধবার বাদে আসর রশিদাবাদ মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা মাঠে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে এলাকাতে শোকের ছায়া নেমে আসে। প্রবীণ শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ মাওলানা আবদুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ করে পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারী আলহাজ লিয়াকত আলী, শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহেছানুল হক, ইউপি সদস্য মাহাবুবুল কবির, বিশিষ্ট ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন, প্রবীণ শিক্ষাবিদ আবদুল মাবুদ ইসলামাবাদী, গোলাম মোস্তফা, মনছুর আলী, কাজী মোহাম্মদ হাবিব, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সহ-সভাপতি অধ্য মোহাম্মদ ইউনুস কুতুবী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইটি কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ আবু বক্কর, জাতীয় দরগাহ মাজার সংস্কার সংরণ কমিটির চেয়ারম্যান মাওলানা রেজাউল করিম তালুকদার, বৃহত্তর পটিয়া উন্নয়ন সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর হোসেন, ডা. আবদুর রহমান, পুঁথিগবেষক মোহাম্মদ ইছহাক চৌধুরী প্রমুখ এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা