পরিস্হিতি২৪ডটকম : নগরীর ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউট হলে দৈনিক আনন্দবাজার পত্রিকার সহকারী সম্পাদক অনমিত্র চট্টোপাধ্যায় সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সৌজন্যে স্বাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জয় নিউজ পোর্টালের সহ-সম্পাদক বিপ্লব দাশ পার্থ, সারা বাংলা পত্রিকার রিপোর্টার শ্যামল নন্দী, দৈনিক সু-প্রভাতের রাউজান প্রতিনিধি মোহাম্মদ সাইফু, অনলাইন রাউজানের মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজ্জাদ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সাধারণ সম্পাদক রুবেল শীল, নিলু দাশ, ঝন্টু শীল, সুমি চৌধুরী, কাশ্মিরি দাশ, মহাদেব দাশ প্রণাম, কৃষ্ণ বৈদ্য, দয়াল দত্ত, সমীর কান্তি দাশ প্রমূখ। সৌজন্য স্বাাত শেষে অনমিত্র চট্টোপাধ্যায়কে মাইজভাণ্ডার শরীফের আধ্যাত্ম প্রাণপুরুষ বিশ্বঅলি হযরত শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক প্রকাশিত প্রসপেক্টর, জীবনী শরীফ, মাসিক আলোকধারা ও অন্যান্য সুফি দর্শন ও তাসাউফ ভিত্তিক বই সমূহ প্রদান করেন। এসময় অনিন্দ ব্যানার্জী বলেন, বইপড়া শিক্ষিত মানুষে বৈশিষ্ট্য সে বিষয়ে দেশে বিদেশে কারো দ্বিমত থাকার বিষয় নয়। বই না পড়লে বা সাহিত্য চর্চা না করলে মানুষ আনন্দ থেকে বঞ্চিত থাকে। আর যেজাতি যত বেশি বই পড়ে, সেজাতি তত বেশি শিক্ষিত ও সংস্কৃতবান হয়। বই না পড়লে মানুষের ভিতরকার সুকুমার বৃত্তিগুলো বিকশিত হতে পারে না। মানবিকতার প্রতি টান রুদ্ধ হয়ে য়ায়। জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ট্রাস্টি মহোদয় আলহাজ সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী শিক্ষা, চিকিৎসা ও মানবতার কল্যাণ করায় বিশ্বে সাদামনের মানুষ হিসেবে সমাদৃত। আর জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক প্রকাশিত বইগুলো পড়লে মানুষ আত্ম শুদ্ধির পথ খুজে পাবে সন্দেহ নাই। কেননা এই বইগুলোতে শুদ্ধ পথের পথিকদের অমীয় জীবনধারাকে সন্নিবেশিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি