বাংলাদেশ, , শনিবার, ১১ মে ২০২৪

১০৯তম জন্মবার্ষিকীতে বক্তারা : বিনয়বাঁশীর ঢোলবাদন মানুষের আত্মার সাথে একীভূত হয়ে ভাবের মেল বন্ধন সৃষ্টি করতো

  প্রকাশ : ২০১৯-১০-০১ ১৮:০৮:৩৫  

পরিস্হিতি২৪ডটকম : একুশে পদকে ভূষিত, ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় বোয়ালখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর বলেন – বিনয়বাঁশীর ঢোলবাদন মানুষের আত্মার সাথে একীভূত হয়ে ভাবের মেল বন্ধন সৃষ্টি করতো তিনি আরও বলেন বিনয়বাঁশী আন্তর্জাতিক পরিমন্ডলের শিল্পী, তাঁর জন্মে জাতি গর্বিত
এহেন গুণী শিল্পীর পদাঙ্ক অনুসরণ না করলে সঠিক প্রজন্ম সৃষ্টি হবে না। গত ০১ অক্টোবর সকাল দশটায় বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডীস্থ বাদনশিল্পীর বাস্তুভিটায় নির্মিত ‘প্রতিকৃতি ভাষ্কর্য’ মঞ্চে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন শিল্পীর পুত্র বাবুল জলদাস। শিল্পী গোষ্ঠির পরিচালক শ্রী বিপ্লব জলদাস এর উপস্থাপনায় এতে অতিথি ছিলেন- বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম, সংস্কৃতিকর্মী লুৎফর রহমান কামাল।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের কোষাধ্যক্ষ বিধান দাস, কালীপদ দাস, দোলন জলদাস, রত্না নাথ, পিংকি দাস, নীলা দাস, অর্পিতা ঘোষ, দেবী ঘোষ, সীমু দাস, নান্টু দাস, প্রীতি দাস প্রমুখ। সভার প্রারম্ভে শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে অতিথিবৃন্দ জন্মদিনের কেক কাটেন। উল্লেখ্য-১৯১১ সালের ১ অক্টোবর বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাস বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ছন্দারীয়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ঢোলবাদনের নৈপূর্ণতা সৃষ্টি করে ২০০২ সালের ৫ এপ্রিল মৃত্যু বরণ করেন। ২০০১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা