বাংলাদেশ, , শনিবার, ৪ মে ২০২৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ স্মারক গ্রন্থ মহাদেবী’র মোড়ক উম্মোচন

  প্রকাশ : ২০১৯-১০-০১ ১৮:২১:৩৭  

পরিস্হিতি২৪ডটকম : ফটিকছড়ি কেন্দ্রীয় মন্দির সেবাখোলায় পবিত্র মহালয়া অনুষ্ঠানে সনাতন সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাসিক ফটিকছড়ি সংবাদের উদ্যোগে লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই সম্পাদিত বিশেষ স্মারক গ্রন্থ মহাদেবী’র মোড়ক উম্মোচন করেন ফটিকছড়ির সংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সুযোগ্য পুত্র সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরেফিন, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাঈল হোসেন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাবুল আকতার, ফটিকছড়ি ওসি তদন্ত রবিউল হোসেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী বাবু হরিপদ চক্রবর্তী, ফটিকছড়ি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, ফটিকছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন, ফটিকছড়ি পৌরসভা কাউন্সিলর ফিরোজ বেগম, ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী শ্রী কাজল শীল, শিমুল ধর, ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, সাধারণ সম্পাদক সাংবদিক মোঃ রফিক, মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরী, সাংবাদিক এমরান, সাংবাাদিক মোঃ সেলিম, সাংবাদিক আলমগীর নিশান, সাংবাদিক ইকবাল হোসেন মনজু, সাংবাদিক সমীর কান্তি দাশ, সাংবাদিক সমীরন পাল, সূর্যগিরি আশ্রম থেকে অর্চ্চণা রানী আচার্য, পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সোনারাম আচার্য, সুব্রত আচার্য, বন্ধন আচার্য, পণ্ডিত নিরোদলীলা গীতা বিদ্যাপীঠের সকল শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তার বলেন, মহালয়া অশুভ শক্তির বিনাশে এক মহাশক্তির আবির্ভাব। এই দিনে পিতৃপক্ষের অবসানেই দেবীর আগমনী বার্তা শুরু হয়। মা দুর্গা দেবী মহালয়ার এই দিনে পা রেখেছেন মর্ত্যলোকে। বাঙালী হিন্দু সমাজের কাছে এই হচ্ছে মহালয়ার দুর্গাদেবীর আগমনী বার্তা। মহালয়ার এই দিনে ঘোর অমাবশ্যা ভেদ হয় দুর্গাদেবীর আগমনী মহাতেজের আলোয়ে। আর এই দিনে দেবদেবীকুল দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা