বাংলাদেশ, , শনিবার, ৪ মে ২০২৪

গাউসিয়া কমিটি কোতোয়ালী পূর্ব শাখার উদ্যোগে কোভিড-১৯ আক্রান্তদের দাফন, কাফন ও সৎকারে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মশালা

  প্রকাশ : ২০২০-০৭-০৪ ১৬:৫৭:২৫  

পরিস্হিতি২৪ডটকম : গাউসিয়া কমিটি বাংলাদেশ, কোতোয়ালী পূর্ব, চট্টগ্রামের অধীনে ১৬নং চকবাজার ওয়ার্ড, ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড, ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড-এ কোভিড-১৯ তথা করোনাভাইরাসে আক্রান্ত মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের ব্যক্তিদের গোসল, দাফন, কাফন/সৎকারের জন্য স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। উক্ত স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণবিষয়ক এক কর্মশালা গতকাল ৩ জুলাই ২০২০ শুক্রবার বিকালে নগরীর বলুয়ারদিঘি পাড়স্থ খানকা-এ কাদেরিয়া ছৈয়াদীয়া তৈয়বীয়া, দেওয়ান বাজার অনুষ্ঠিত হয়। আলহাজ্ব খাইর মোহাম্মদ এর সভাপতিত্বে ও মোহাম্মদ জাহেদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ও প্রশিক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব আলহাজ্ব সাদেক হোসেন পাপ্পু। এতে আরো উপস্থিত ছিলেন সাবের আহমেদ, আব্দুর রহমান পিন্টু, আলহাজ্ব আব্দুস সাত্তার, সগির আব্দুল্লাহ, নুরুল আলম, নুর হাসান, নুর মোহাম্মদ, কাজী বাহাউদ্দিন মুন্না, ইয়াছিন মাহমুদ, টিম লিডার মেহের আলী মামুন এবং স্বেচ্ছাসেবক টিমের সকল সদস্য। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ সারাদেশে করোনা মহামারী তথা কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের গোসল, দাফন, কাফন/সৎকার-এ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যে দায়িত্ব পালন করা যাচ্ছে তা প্রশংসনীয়। আজকের দিন পর্যন্ত গাউসিয়া কমিটি বাংলাদেশ ৪০০ (চারশত) এর অধিক ব্যক্তিদের গোসল, দাফন, কাফন/সৎকার সম্পন্ন করেছে। মহানগরীর পক্ষ থেকে তিনি পিপিই, গ্লাভস, মাস্কসহ প্রয়োজনীয় সরঞ্জাম স্বেচ্ছাসেবক টিমের মাঝে বিতরণ করেন।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা