বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ছোবহানিয়া আলীয়া কামিল এম এ মাদরাসা অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম বেগবান করার জন্য প্রশিক্ষণ কর্মশালা ও শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ

  প্রকাশ : ২০২০-০৭-০৪ ১৭:০৪:২৯  

পরিস্হিতি২৪ডটকম : নগরীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছোবহানিয়া আলীয়া কামিল এমএ মাদরাসায় মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও বিগত এপ্রিল মাস থেকে অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান চলছে। উক্ত শিক্ষা কার্যক্রম আরও বেগবান ও ফলপ্রসূ করার লক্ষ্যে ছাত্র/ছাত্রীদের বৃহত্তর স্বার্থে অনলাইনে ক্লাস নেয়ার সুবিধা বৃদ্ধি করার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির পক্ষ থেকে শিক্ষকদের ১০টি ল্যাপটপ প্রদান করা হয়। এ উপলক্ষে এক সভা আজ ৪ জুলাই ২০২০ শনিবার দুপুর ১২টায় মাদরাসায় অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। এতে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ জাহেদ হোসেন, মাওলানা মোহাম্মদ নুরুল আবছার, আশরাফ, মাহমুদ চৌধুরী, আব্দুল হাই, রইসুল ইসলাম, ফাতিমা জান্নাত, রুমা আক্তার, মেহেরুন্নিসা, মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ। সভায়, যে সকল ছাত্র/ছাত্রী এখনও পর্যন্ত কাসসমূহ উপভোগ করতে পারেনি তাদেরকে স্ব-স্ব ক্লাস শিক্ষকদের সাথে অথবা ০৩১-৬১৮৪৬২ নম্বরে যোগযোগ করে নির্দেশনা অনুযায়ী পাঠদান সম্পাদনের জন্য পরামর্শ দেয়া হলো।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা