বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

হৃত্বিক রোশন আর সুজান খান আবার মিলছেন

  প্রকাশ : ২০১৯-০১-১৭ ১৯:০০:০৭  

পরিস্হিতি২৪ডটকম : বলিউড তারকা হৃত্বিক রোশন আর সুজান খান আবার মিলছেন এটি পুরনো খবর। তবে নতুন করে ডিভোর্সের পর কোন সূত্র তাদের এক করলো তা জানা গেল হৃত্বিকের বাবার অসুস্থতার খবরে।
হৃত্বিক বলেন, ‘বাবার অসুস্থতার পর থেকে সুজান আমার পরিবারকে যেভাবে আগলে রেখেছে, আমি ওর প্রতি আজীবনের কৃতজ্ঞ।’
শোনা যাচ্ছে, খুব শিগগিরই ঘটা করেই সুজান হৃত্বিকের সংসারের পুরো হাল ধরবেন। এদিকে, হৃত্বিকের জন্মদিনেও দারুণ সময় কাটিয়েছেন তারা।

২০১৪ সালে হৃত্বিক রোশনের সঙ্গে ১৪ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন সুজান খান।



ফেইসবুকে আমরা