বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

শ্রী শ্রী মঙ্গল দাশ মোহন্ত পরমহংস মহারাজ (কালা বাবা)’র ১০৮তম মহতী ধর্ম সভা অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-০১-১৭ ১৮:১৮:০৯  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায় লেলাং গ্রামে প্রাচীনতম প্রসিদ্ধ শ্রীশ্রী মঙ্গলধাম কালাবাবার আশ্রম। এই আশ্রমে মঙ্গল দাশ কালাবাবার প্রতিষ্ঠিত বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় উত্তরায়ণ উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও পৌষ সংক্রান্তি তিথিতে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে গত ২৯, ৩০ পৌষ ও ১ মাঘ ১৪২৫ বাংলা, ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি ২০১৯ ইংরেজি, সোম, মঙ্গল ও বুধবার শ্রীশ্রী চন্ডীপাঠ, শ্রীমদ্ভগবত গীতা পাঠ, মহতি ধর্মসভা এবং ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব উদযাপিত হয়। কালাবাবা পরম দয়ালু, সর্বত্যাগী সংসার বিমুখ সন্ন্যাসী। যিনি সমাধিস্থ অবস্থায় সদা জাগ্রত। তিনি ভক্তবৃন্দের মনোবাসনা পূর্ণ করেন। এতে ৩ দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ঊষালগ্নে: শ্রীশ্রী চন্ডীপাঠ, চন্ডীপাঠ করেন বিশিষ্ট চন্ডীপাঠক ও দন্ত চিকিৎসক ডাঃ অর্জুন চক্রবর্তী, সকাল ৮ ঘটিকায়: শ্রীমদ্ভগবত গীতা পাঠ, পৌরহিত্য করেন: বিশিষ্ট গীতাপাঠক ও ভাগবতীয় বক্তা শ্রী উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, দুপুর ১২ ঘটিকায়: শ্রীশ্রী মঙ্গল দাস (কালাবাবা) পূজা ও ভোগ, দুপুর ও রাত্রে: মহাপ্রসাদ আস্বাদন (৩দিন ব্যাপী), বিকাল ও ঘটিকায়: মহতী ধর্মসভা, উদ্বোধক ছিলেন: ভাগবতীয় বক্তা শ্রী উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, প্রধান বক্তা ছিলেন: স্বর্ধমানুরাগী ও বিশিষ্ট ভাগবতীয় বক্তা শ্রীযুক্ত বাবু কালীপদ ঘোষ, মুখ্য আলোচক বিশিষ্ট কলামিষ্ট ও ভাগবতীয় বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শ্রীযুক্ত বাবু বাদল কৃষ্ণ চৌধুরী, সংবার্ধিত অতিথি: বি.বি.এম.এইচ, ইউএসটিসি সম্মানীয় সহযোগী অধ্যাপক-ডাঃ পূর্ণেন্দু বিকাশ সাহা, সম্মানিত অতিথি ডাঃ হরিপদ চক্রবর্তী, আরও উপস্থিত ছিলেন: ফটিকছড়ি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব, ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন চৌধুরী, পণ্ডিত লিংকন চক্রবর্তী, ডা. রূপন শীল, ঝণ্টু শীল, বাগীশিক ফটিকছড়ির সভাপতি ডাঃ সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক রূপক দে, উপদেষ্টা লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, শ্রীবাস দাশ, পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, অর্চ্চনা রানী আচার্য, নিলু দাশ প্রমূখ। সভাপতিত্ব করেন: শ্রীযুক্ত বাবু রনজিৎ কুমার চৌধুরী, সভাপতি, আশ্রম পরিচালনা পরিষদ, স্বাগত বক্তব্য রাখেন: আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী ভজন চন্দ্র নাথ, ধর্মসভা পরিচালনায় ছিলেন: আশ্রম পরিচালনা পরিষদ শ্রীযুক্ত বাবু অমর কান্তি দে, আশ্রম পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রীযুক্ত বাবু সুনীল চন্দ্র নাথ, সন্ধ্যা গৌধুলী লগ্নে: শ্রীশ্রী ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসবের শুভ অধিবাস, অধিবাস পরিচালনায়: ফটিকছড়ির বৈষ্ণব প্রবর নরহরি দাশ বাবাজী। উক্ত অনুষ্ঠানে মহানামসুধা পরিবেশন করেন শ্রীশ্রী বৃন্দাবন সম্প্রদায়, ভোলা, শ্রীশ্রী যদু গোপাল সম্প্রদায় কুমিল্লা, শ্রীশ্রী গিরিধারী সম্প্রদায়, চট্টগ্রাম, শ্রীশ্রী বন্ধুসন্দুর সম্প্রদায়, চট্টগ্রাম, শ্রীশ্রী নিতাই গৌর সম্প্রদায়, খুলনা।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা