বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

শনিবার চিটাগাং চেম্বার এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচন

  প্রকাশ : ২০১৯-০১-৩১ ১৮:৪০:৪০  

পরিস্হিতি২৪ডটকম : দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’জ এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) নির্বাচন পরিচালনা পরিষদের গত ১০ জানুয়ারি ২০১৯ তারিখের ঘোষিত তফসিল অনুযায়ী চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি’জ এমপ্লয়ি’জ ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ২ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ৭টি পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতোমধ্যে সহ-সভাপতি পদে হাবিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সভাপতি পদে রফিকুল ইসলাম ও এস.এম. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক পদে শওকত বিন হায়াত মাহমুদ ও আব্দুল জব্বার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম চৌধুরী ও মোঃ ফিরোজ খাঁন, অর্থ সম্পাদক পদে আরিফুল রহমান ও নাছির আহাম্মদ এবং ২টি সদস্য পদের জন্য সৈয়দুর রহমান, মোহাম্মদ জেবল, আজিজুর রহমান ও মোহাম্মদ জিকু প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মফিজুর রহমান এবং কমিশনার হিসেবে যথাক্রমে মোঃ হাসান সফি ও মোঃ মোরশেদুল মান্নান।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা