বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মুক্তিযোদ্ধা কবি শওকত হাফিজ খান রুশ্নির স্মরণসভা অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-০১-৩১ ১৮:৩৪:৫৮  

পরিস্হিতি২৪ডটকম : কবি শওকত হাফিজ খান রুশ্নি ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী। বিএলএফএর অন্যতম সদস্য হিসেবে তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক ও ছাত্রলীগের অন্যতম নেতা। মহান স্বাধীানতা সংগ্রামে তাঁর অবিস্মরণীয় অবদান জাতি আজীবন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।
বীর মুক্তিযোদ্ধা ও কবি শওকত হাফিজ খান রুশ্নির ২৪তম মৃত্যুবার্ষিকী উপলে আজ ৩১ জানুয়ারি ২০১৯ খ্রি: বিকাল ৫ টায় মোমিন রোডস্থ কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়।
আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মো: জামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কিরণ লালা আচার্য্য।
বিশেষ অতিথি ছিলেন ওস্তাদ মোহন লাল দাশ স্মৃতি সংসদের সভাপতি ওস্তাদ ও কবি স্বপন কুমার দাশ, সিটিজি পোস্ট ডটকমের সম্পাদক স ম জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিপটন, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাছির উদ্দিন, অর্থ সম্পাদক হারুনুর রশীদ, সিটিজি পোস্ট ডটকমের স্টাফ রিপোর্টার মো: কুতুব উদ্দিন রাজু, কম্পিউটার ইনচার্জ বাবর মুনাফ প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা