পরিস্হিতি২৪ডটকম : নগরীর পাঁচলাইশস্থ বিশিষ্ট দানবীর ও শিক্ষাবিদ মরহুম ড. মাহমুদ হাসান এর বাসভবনে সন্ধ্যা ৭টায় লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির মাসিক সভা সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন জসিম উদ্দিন বাবুলের সঞ্চালনায় সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব আজম উদ্দীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল চেয়ারপার্সন লায়ন নুরুল আবছার এমজেএফ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন লায়ন জানে আলম। আনুগত্যর শপথ বাক্য পাঠ করান সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ সেকান্দর। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন জানে আলম এমজেএফ। বক্তব্য রাখেন, সাবেক সভাপতি লায়ন মো. সেলিম সিকদার, লায়ন মো. শাহাব উদ্দিন, যুগ্ম অর্থ সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, লায়ন মো. আবু জাফর প্রমূখ। উক্ত সভায় অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন তার আর্থিক প্রতিবেদন পেশ করেন। আসন্ন বার্ষিক কনভেনশন নিয়ে আলোচনা এবং বকেয়া ডিউস নিয়েও আলোচনা হয়। এতে সাংগঠনিক পরবর্তী বছরের কর্ম পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে জুবলি রোড মার্চেন্টস এসোসিয়েশন এর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় লায়ন্স কাব অব চিটাগাং ফটিকছড়ির ট্রেজারার লায়ন আলহাজ্ব মো. কামাল হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাথে নবাগত সদস্য লায়ন মো. শাহাব উদ্দিন ও স্ত্রীককে লায়ন্স ক্লাবের সদস্য হওয়ায় অভিনন্দন জানান।
প্রেসবিজ্ঞপ্তি