বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের জরুরী সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  প্রকাশ : ২০২২-১২-০৩ ১৬:১৫:৪২  

পরিস্থিতি২৪ডটকম : সামাজিক সংগঠন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের জরুরী সাংগঠনিক সভা গতকাল ২ ডিসেম্বর -২০২২ ইংরেজী শুক্রবার নগরীর পুরাতন চান্দগাঁওস্থ নিজস্ব কার্যালয়ে বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইউছুপ জালালের সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রাবন্ধিক, কলামিষ্ট ও সমাজ উন্নয়ন কর্মী ডা. মোহাম্মদ জামাল উদ্দীন। এতে আরো উপস্থিত ছিলেন,সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফয়সাল, সহ সভাপতি শওকত আলী,নুরুল আলম,আবুল কাসেম,হাসান কাজী,আবদুল মান্নান প্রমুখ। সভায় প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন, আমাদের যে অনেক সীমাবদ্ধতা সেই সারসত্য আমরা জানতে চাই না। মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন সামর্থ্য ও অর্জনের ক্ষমতা আছে। মহান সৃষ্টিকর্তা কাউকে তাহার সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে দেন না। তিনি জানেন আমাদের সাধ্য কতখানি হইতে পারে এবং তাহা তিনিই নির্ধারণ করিয়া দিয়েছেন। সুতরাং যাহা বহন করার সামর্থ্য আমাদের নেই, সৃষ্টিকর্তা সেই দায়িত্ব আমাদের উপর অর্পণও করেন না। এই জন্য মহাবিজ্ঞানী আইস্টাইন বলেছেন ‘অর্জনের মূল্য অর্জনের মধ্যেই নিহিত।’ মহান সৃষ্টিকর্তাই আমাদের সম্মান প্রদান করেন। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেন তিনি সম্মান দেওয়ার পর কোনো কোনো ক্ষেত্রে তাহা আবার ফিরাইয়া নেন? ইহা বুঝতে হলে প্রথম নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে। নিজেকে জানাটা সাময়িক কোনো বিষয় নহে। বরং নিজেকে জানার নিরন্তর চেষ্টা মানুষকে আমৃত্যু করে যেতে হয়। হাদিসেও বলা হযেছে—যে নিজেকে জানল, সে তাহার রবকে জানল। অর্থাৎ নিজেকে না জানলে সৃষ্টিকর্তাকেও জানা যায় না। আবার নিজেকে জানার ভেতর দিয়ে মহান সৃষ্টিকর্তার অপার মহিমা সবচাইতে গভীরভাবে উপলব্ধি করা যায়। নিজেকে যেমন জানতে হবে, তেমনি ভালোবাসতেও হবে নিজেকে। সভায় আগামী শুক্রবার এতিম খানায় একবেলা ভাল খাবারের আয়োজন ও বিজয় দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি হাতে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা