বাংলাদেশ, , রোববার, ৩ নভেম্বর ২০২৪

বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী মোহাম্মদ আবদুল কুদ্দুসের ইন্তেকাল

  প্রকাশ : ২০২৪-০৩-০২ ২২:৫৩:৩৯  

পরিস্থিতি২৪ডটকম : কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটাখালীর কৃতীপুরুষ, সমাজসেবী, শিক্ষানুরাগী  মোহাম্মদ আবদুল কুদ্দুস (৯৬) আজ ২ মার্চ ২০২৪, শনিবার, দুপুর ২.২০ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । আজ রাত ৮টায় খুটাখালী জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ৫ মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
প্রাচীন চট্টগ্রাম ইতিহাস সংরক্ষণ পরিষদের সভাপতি, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি  (বাপউস)‌’র  সাধারণ সম্পাদক  লেখক, প্রাবন্ধিক,বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি, ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিনের পিতা  মোহাম্মদ আবদুল কুদ্দুছের ইন্তেকালে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি(বাপউস)’র চেয়ারম্যান এ,কে,এম ,আবু ইউসুফ, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীন, মাওলানা মোহাম্মদ রেজাউল করিম তালুকদার, মাস্টার আবুল হোসাইন,বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেলাল হোসেন উদয়ন,
সহ সাধারণ সম্পাদক নাছির উদ্দীন,প্রমুখ। বিবৃতিতে মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার শান্তি কামনা করে, পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা