বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

বরমা প্রেসক্লাবের কম্বল বিতরণ

  প্রকাশ : ২০২২-০২-১৯ ১৮:৪৩:১৮  

পরিস্হিতি২৪ডটকম : বরমা প্রেসক্লাবের উদ্যোগে ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলামের প্রচেষ্টায় মেসার্স বেলাল এন্ড ব্রাদার্স এর সৌজন্যে সম্প্রতি (গত শুক্রবার) শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। প্রেসক্লাব সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিলের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার এম এ হোসাইন। উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি কলেজের প্রধান সহকারি বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ শহীদুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউসুফ, সাখাওয়াত হোসেন সুজন, সৈয়দ মুবিনুল ইসলাম. ইউডিসি জুয়েল দে ও জনি দে। এতে প্রায় শতাধিক গরীব, শীতার্ত জনসাধারণ এবং এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় অতিথিরা বলেন, মানুষ মানুষের জন্য- তা কাজ বা দায়িত্ব পালনের মাধ্যমে প্রমান করতে হবে। কোভিড ১৯ বা করোনাভাইরাস পরিস্থিতিতে নিজের এবং সমাজের নিরাপত্তার জন্য সবাইকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা