বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চন্দনাইশে যতীন্দ্র মোহন সেনগুপ্তের জন্মজয়ন্তী পালিত

  প্রকাশ : ২০২২-০২-২৬ ১২:০৭:৫৮  

পরিস্হিতি২৪ডটকম/চন্দনাইশ সংবাদদাতা : সাবেক কলকাতার মেয়র, কংগ্রেস সভাপতি, ত্রিমুকুট উপাধিপ্রাপ্ত, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়সহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ব্যারিস্টার দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্তের ১৩৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চন্দনাইশের দেশপ্রিয় খেলাঘর আসরের উদ্যোগে ২২ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, বই উৎসব, দেশপ্রিয়ের স্মৃতিফলকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন ইত্যাদি। বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় দুর্যোগ আশ্রয় কেন্দ্রে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উদ্বোধক উপস্থিত ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক পরিচয় পত্রিকা সম্পাদক অধ্যাপক শিব প্রসাদ শূর, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আ হ ম সৈয়দ হোসেন, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বলরাম চক্রবর্তী ও সহকারি প্রধান শিক্ষক সাজেদা বেগম। সভাপতিত্ব করেন দেশপ্রিয় খেলাঘর আসরের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল। জন্মজয়ন্তী উদযাপন উপ-পরিষদের আহবায়ক রাজীব আচার্য্যের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাঘর আসরের সহ-সভাপতি সুবল দেব, অর্থ-সম্পদক পলাশ ভট্টাচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক রানা দেব, সদস্য সমর ভট্টাচার্য্য, সহ-প্রচার সম্পাদক অর্ক আচার্য্য, দেশপ্রিয়ের পারিবারিক সদস্য লিটন সেনগুপ্ত বাবু, খেলাঘর সুহৃদ মুন্নি দেব, জুয়েল দেব, শান্ত দেব প্রমুখ। সভাশেষে দেশপ্রিয় খেলাঘর আসরের পক্ষ থেকে দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্তের স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়াও বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পৃথকভাবে দেশপ্রিয়ের জন্মবার্ষিকী পালন করা হয়। দেশপ্রিয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তারা দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্তের স্মৃতিফলক ভাঙ্গনরোধে বাবস্থা গ্রহণ এবং তাঁর নামে চন্দনাইশের যে কোন একটি সড়ক নামকরণের জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহবান জানান।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা