পরিস্হিতি২৪ডটকম : পশ্চিম চন্দনাইশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বরমা ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন ইত্যাদি সম্পন্ন হয়। ১৬ ডিসেম্বর রোববার অধ্য আবুল মনছুর মোহাম্মদ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য আলহাজ্ব শহীদুল আজম কাজমী সাহেদ, আলহাজ্ব শাহাদাত হোসেন জসীম ও চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্য ফরিদুল আলম কুতুবী। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক আনিসুল মালেক। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, মাহামুদুল হাসান, প্রান্তি দেব ও সুজাতা বড়ুয়া।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও দেশাত্মবোধ জাগিয়ে তুলতে হবে। তাদের দেশপ্রেমী, বই মনষ্ক ও অনুসন্ধানী হতে হবে এবং প্রকৃত ইতিহাস জানতে হবে। মহান বিজয় দিবস ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব সময় মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে। দেশের উন্নয়নে অংশ নিতে হবে। জাতিকে শিক্ষিত ও সমৃদ্ধশালী করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।