পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগের আওতাধীন পাঁচলাইশ ইপিআই জোনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী’র নির্দেশনায় জোনাল মেডিকেল অফিসার ডাঃ আকিল মাহমুদ নাফে’র তত্ত্বাবধানে ০১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের “সন্দীপ কলনী” ও ০৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের “আমিন কলনী” বাদপড়া, ঝড়েপড়া শিশু ও মহিলাদের রেজিস্টার বই থেকে তালিকা করে বিশেষ টিকা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় ইপিআই টেকনিশিয়ান নূর মোহাম্মাদ খান বলেন চসিকের অধীনস্থ পাঁচলাইশ জোন এলাকায় শতভাগ পূর্ণ টিকা নিশ্চিত করন এবং মা-বাবার অসচেতনার কারনে রুটিন টিকা বাদপড়া, ঝড়েপড়া শিশুদের টিকা প্রদানের লক্ষে “ইউনিসেফ বাংলাদেশ” এর সহযোগিতায় এই কর্মসূচী পালন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্বাস্থ্য সহকারী রিনা আকতার, রাজিব দত্ত, জয়া চৌধুরী, নিশি চাকমা, আবুল মুনসুর, মায়া দাশ, নাসিমা আকতার, আয়শা আকতার ও জাহিদুল ইসলাম জোমাদ্দার প্রমুখ…
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।