পরিস্থিতি২৪ডটকম : নেপালে ২২ আরোহী নিয়ে বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারলাইনসের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। সেই প্লেনে থাকা সব যাত্রী নিহত হয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। ওই দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফড়িন্দ্র মণি পোখরেল বলেন, আমরা শঙ্কা করছি সব যাত্রী মারা গেছেন। তবে সরকার এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি এখনো দেয়নি।
এএফপি জানায়, নেপালের মুস্তাং জেলায় সানোস্বরে সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ১৪ হাজার ফুট ওপরে প্লেনটি বিধ্বস্ত হয়। নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর প্লেনটি ধ্বংসাবশেষ খুঁজে পায় নেপালের সেনাবাহিনী।
রোববার(২৯ মে) সকালে চার ভারতীয়সহ ২২ যাত্রী নিয়ে মাঝ আকাশ থেকে নিখোঁজ হয় ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি এয়ার নাইন এনএইটি মডেলের টুইন-ইঞ্জিন বিশিষ্ট। এতে ১৯ যাত্রীসহ তিনজন ক্রু ছিলেন। সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ এটি উড়ে যায়। এর কিছুক্ষণ পর আকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
কানাডায় তৈরি প্লেনটি নেপালের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। চার ভারতীয় ছাড়াও প্লেনটিতে ৩ জাপানি নাগরিক ছিলেন।
সূত্র:এনডিটিভি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।