বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

বরকলে আর্তচেতনা মানবিক উন্নয়ন সংস্থার চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

  প্রকাশ : ২০২২-০৫-৩০ ১৬:৪৮:১৪  

পরিস্থিতি২৪ডটকম : চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারীতে আর্তচেতনা মানবিক উন্নয়ন সংস্থা ও আর্তচেতনা স্বাস্থ্যসেবা ক্লিনিকের উদ্যোগে বিনামূল্যে এক চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়। গত শুক্রবার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বাড়িতে দিনব্যাপী অনুষ্ঠিত এ চিকিৎসা ক্যাম্পে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রহিম। সভাপতিত্ব করেন আর্তচেতনা মানবিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জয়সেন বড়ুয়া । স্বাগত বক্তব্য দেন ইউপি সদস্য জয়িতা আয়েশা আক্তার আজাদী। বিশেষ অতিথি ছিলেন বরকল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরী, কানাইমাদারী অলি আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, ইউপি সদস্য আবু জাফর, সেলিম উদ্দিন, ইমরান খান বাহাদুর, মহিউদ্দিন খান আদর, কামাল উদ্দিন হেলাল, হাবিবুর রহমান, দিলীপ ভট্টাচার্য, প্রিয়ব্রত চৌধুরী, সাইফুদ্দিন, ঝর্ণা রানী দাশ, শাকিলা ইয়াছমিন, সাবেক মেম্বার আবদুল মুবিন, সমাজসেবক সাইফুল ইসলাম সুমন, মাহবুল আলম, ওয়াসিন উদ্দিন, সাদেক হোসেন ও মিজানুর রহমান হিরু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পবিত্রী বড়ুয়া, তানজু আকতার, আরিফুল ইসলাম, টুম্পা আকতার, শামীম আকতার, ইসরাত জাহান আরশি, জান্নাতুল মাওয়া, শাহারিয়া আলম আজাদ, মো. আরফাত হোসেন, জয়শান্ত বড়ুয়া, ডা. প্রীতিনন্দন বড়ুয়া, রোজি বড়ুয়া, রুবি বড়ুয়া, সুকুমার বড়ুয়া, সীমা বড়ুয়া, অনজু বড়ুয়া প্রমুখ। চিকিৎসা ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস বি পরীক্ষাসহ ১৫০ জন রোগীকে প্রাথমিক সেবা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা